শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কীভাবে দায়িত্ব পালন করতে হয় পুলিশ জানে

সুনামগঞ্জ প্রতিনিধি

কীভাবে দায়িত্ব পালন করতে হয় পুলিশ জানে

পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনকালীন হোক কিংবা অন্য যে কোনা সময় হোক, কখন কীভাবে দায়িত্ব পালন করতে হয়, সে ব্যাপারে পুলিশকে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। যে কোনো পরিস্থিতিতে আইন ও বিধির আলোকে ব্যবস্থা আমরা নিয়ে থাকি। বর্তমানে যে রকম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, আগামীতেও থাকবে। সুনামগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। গতকাল নিজ জেলা সুনামগঞ্জে এক সরকারি সফরে আসেন পুলিশের মহাপরিদর্শক। এ সময় সুনামগঞ্জ পুলিশ লাইনসে ক্রীড়া কমপ্লেক্স, পুলিশ শপিং মল উদ্বোধন ও জেলা পুলিশ কল্যাণ সভায় বক্তৃতা দেন তিনি। সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনসহ সব নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। আইজিপি বলেন, পুলিশ একটি পেশাদার বাহিনী। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি রয়েছে, সেই নীতির আলোকে পুলিশ দায়িত্ব পালন করছে। হলি আর্টিজানের পরে এই সরকারের আমলে দেশে বড় কোনো জঙ্গি তৎপরতা হয়নি। এটা সম্ভব হয়েছে জিরো টলারেন্স নীতির আলোকে পুলিশ, র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থার কার্যক্রম পরিচালনার কারণে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বাংলাদেশে পরিপূর্ণ নিয়ন্ত্রণে আছে। জঙ্গিদের চেয়ে আমরা সব সময় এক কদম এগিয়ে আছি। জঙ্গি দমনে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করছি। তাদের তৎপরতার আগেই গ্রেফতার করতে সক্ষম হচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর