শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সমাবেশে অংশগ্রহণ অভ্যুত্থানের মতোই

নিজস্ব প্রতিবেদক

সমাবেশে অংশগ্রহণ অভ্যুত্থানের মতোই

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যেভাবে মানুষ জনসমাবেশে অংশ নিচ্ছে, এটা অভ্যুত্থানের মতোই। সমাবেশের আগে সবকিছু বন্ধ, তার পরও মানুষ যাচ্ছে। অংশ নেওয়া সবাই বিএনপির সমর্থক নয়। এখানে সাধারণ মানুষ আছেন, যারা মনে করেন জিনিসের দাম কমা দরকার। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ৫০তম সংবিধান দিবস উপলক্ষে ‘সংস্কার কেন প্রয়োজন এবং কিভাবে সম্ভব’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এতে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি কার্যকরী সভাপতি শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর