রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সাজেদার আসনে এমপি ছেলে

অধিকাংশ কেন্দ্রে ছিল না বিরোধী এজেন্ট

ফরিদপুর ও ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা-সদরপুরের কৃষ্ণপুর) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী, প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৮১৪ ভোট। আর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ খেলাফত আন্দোলনের বট গাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট।

ভোট গ্রহণ চলাকালে বেশ কয়েকটি কেন্দ্রে কিছুটা অনিয়মের খবর পাওয়া গেছে। সালথা মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মেলায় কয়েকজন ভোটার ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। একই চিত্র দেখা গেছে নগরকান্দার তালমা ইউনিয়নের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ কেন্দ্রে ভোট দিতে আসা কয়েক ব্যক্তি ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। এ আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হওয়ায় ভোট শুরুর প্রথমদিকে বেশ জটিলতার সৃষ্টি হয়। বিদ্যুৎ সংযোগ বিভ্রাটের কারণে কয়েকটি কেন্দ্রে মনিটরে ভোটের সংখ্যা প্রকাশ হতে দেখা যায়নি। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। নগরকান্দা ও সালথা উপজেলার অন্তত ২০টি কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন কোনো লাইন চোখে পড়েনি। বেশির ভাগ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার অলস সময় পার করতে দেখা গেছে। সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্রে কোনো ভোট পড়েনি। তবে সকাল ১০টার পর ভোটারদের উপস্থিতি কিছুটা লক্ষ্য করা গেছে। এদিকে, এ আসনের ১২৩টি কেন্দ্রের ৮০৬টি বুথে খেলাফত আন্দোলনের প্রার্থীর এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে খেলাফত আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া অভিযোগ করে বলেন, তিনি প্রতিটি কেন্দ্রে এজেন্ট দিয়েছিলেন। কিন্তু বেশির ভাগ কেন্দ্রে তার পোলিং এজেন্টদের বাধা দেওয়া হয়েছে। ভয়ভীতি দেখানোর কারণে অনেক এজেন্ট বুথে যাননি। যদিও এসব অস্বীকার করেছেন নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। তিনি বলেন, ভোট প্রদান এবং এজেন্টদের কোনো প্রকার ভয়ভীতি কিংবা বাধা দেওয়ার প্রশ্নই আসে না। বট গাছের প্রার্থীর এমন অভিযোগের তেমন কোনো সত্যতা পাওয়া যায়নি। খোঁজ নিয়ে দেখা গেছে, বেশির ভাগ কেন্দ্রে বট গাছের প্রার্থী কোনো এজেন্টই দিতে পারেননি। অনেকের নাম দেওয়া হলেও তারা ভোট কেন্দ্রে আসেননি। ফরিদপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচনে ২৫ থেকে ২৬ ভাগের মতো ভোট পড়েছে। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

সর্বশেষ খবর