বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

৮ হাজার ৭১২ কোটি টাকার সেই ইভিএম প্রকল্প ফেরত

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নতুন করে দুই লাখ ইভিএম মেশিন কিনতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য প্রায় ৮ হাজার ৭১২ কোটি ব্যয়ে প্রকল্প প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য পাঠিয়েছিল পরিকল্পনা কমিশনে। তবে বিপুল অঙ্কের অর্থ ব্যয় দেখে সেই প্রস্তাব পর্যবেক্ষণসহ ফেরত পাঠিয়েছে পরিকল্পনা কমিশন।

গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা সচিব মো. মামুন আল রশীদ জানান, ইভিএম প্রকল্পের ডিপিপি নতুন করে তৈরি করতে বলা হয়েছে ইসিকে। আমরা আমাদের পর্যবেক্ষণসহ কিছু সুপারিশ করেছি। এই সুপারিশের প্রেক্ষিতে ইসি নতুন প্রকল্পের ডিপিপি প্রণয়ন করে আমাদের সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন। সেখান থেকে প্রকল্প মূল্যায়নের পর পরবর্তী সিদ্ধান্ত। এর কিছুক্ষণ পরে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইভিএম প্রকল্পের পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান। সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে জানান, চলমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ইভিএমের ব্যয় সংকোচন করতে বলা হয়েছে। এ মুহূর্তে কতটুকু প্রয়োজন বা ভবিষ্যতে কতটুকু প্রয়োজন বিষয়গুলো বিবেচনা করতে বলা হয়েছে। যেটা অতীব প্রয়োজন বা একদম না হলেই না, এমন বিষয়গুলো বিবেচনায় রেখে সংশোধন করতে বলা হয়েছে। আমরা সেই অনুযায়ী কাজ করছি। সবকিছু দেখে প্রস্তাব সংশোধন যতটা করা যায়, আমরা তা করব।

সর্বশেষ খবর