বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শ্রম আইন সংশোধন প্রক্রিয়া চলছে

নিজস্ব প্রতিবেদক

শ্রম আইন সংশোধন প্রক্রিয়া চলছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০২৩ সালের মাঝামাঝি নাগাদ বাংলাদেশে শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হবে। মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির ৩৪৬তম অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন। ৩১ অক্টোবর শুরু হওয়া এ অধিবেশনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এ দলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম সচিব মো. এহছানে এলাহী, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. সুফিউর রহমান, অতিরিক্ত শ্রম সচিব জেবুন্নেছা করিম প্রমুখ অংশ নিয়েছেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রম আইন এবং বাংলাদেশ ইপিজেড শ্রম আইন দুটির মধ্যে কোনটি নতুন প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলগুলোয় প্রয়োগ হবে তা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। সংশোধিত শ্রম আইনই অর্থনৈতিক অঞ্চলগুলোয় প্রয়োগ হবে। তিনি বলেন, কভিড-১৯ মহামারির প্রভাবে বিশ্বব্যাপী কর্মক্ষেত্রগুলো কঠিন সময় অতিক্রম করছে। বিশ্বের বিভিন্ন অংশে রাজনৈতিক সংকটের কারণে এটি আরও প্রকট হয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এ ধরনের দুর্দশার মধ্যে বাংলাদেশ আইএলও কনস্টিটিউশনের ২৬ অনুচ্ছেদের অধীনে উত্থাপিত অভিযোগগুলো নিষ্পত্তির জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গত মার্চে আইএলও গভর্নিং বডির সভায় প্রতিবেদন দাখিলের পর প্রায় সাত মাসে বাংলাদেশ সরকার রোডম্যাপ বাস্তবায়নে লক্ষণীয় অগ্রগতি সাধন করেছে।

সর্বশেষ খবর