শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মানিচেঞ্জাররা অফিসে ৫০ লাখ টাকার বেশি রাখতে পারবে না

নিজস্ব প্রতিবেদক

দেশের কোনো মানিচেঞ্জারের অফিসে এক দিনে ৫০ লাখ টাকার বেশি রাখা যাবে না। গতকাল বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

এর আগে মানিচেঞ্জাররা প্রতিদিন কত টাকা রাখতে পারবেন, সে বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। এবার হুন্ডি ব্যবসা প্রতিরোধ করতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একজন মানিচেঞ্জার প্রতিদিন সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে পারেন। এই সীমার বাইরে বৈদেশিক মুদ্রা হলে ব্যাংক থেকে নগদ টাকা করে ফেলতে হবে, নয়তো মানিচেঞ্জারের নিজস্ব ফরেন কারেন্সি অ্যাকাউন্টে জমা করতে হবে। তবে ওই অ্যাকাউন্টেও একসঙ্গে ৫০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা থাকতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কিছু মানিচেঞ্জারদের বিরুদ্ধে হুন্ডি ব্যবসার অভিযোগ আছে। একজন মানিচেঞ্জার যদি ১ কোটি টাকার বেশি রাখেন তবে তাদের হুন্ডির সঙ্গে জড়িত হওয়ার আশঙ্কা থাকে।

সর্বশেষ খবর