শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় অভিযুক্ত রফিকুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি ২০২০ সালের মে মাসে লিবিয়ায় ২৬ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা মামলার অন্যতম অভিযুক্ত। বুধবার দুবাই পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সিআইডি মানব পাচার দমন টিমের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) নজরুল ইসলাম এ তথ্য  নিশ্চিত করেন। তিনি বলেন, মানব পাচারকারী চক্রের সদস্য রফিকুল এলাকার সাধারণ মানুষকে উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে ইউরোপে পাঠানোর আশ্বাস দিয়ে দুবাই হয়ে লিবিয়া পাচার করতেন। রফিকুল লিবিয়ায় থাকাকালে সেখানে একটি মানব পাচারকারী চক্র গড়ে তোলেন। পরে দেশে ফিরে সাধারণ মানুষকে ইউরোপে পাঠানোর কথা বলে দুবাই হয়ে লিবিয়ায় পাচার করতেন। গত এক-দুই বছর আত্মগোপনে থেকে বুধবার দুবাই পালানোর সময় তিনি গ্রেফতার হন। রাজধানীর বনানী ও পল্টন থানায় পৃথক দুটি মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় রফিকুলের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। এ চক্রের অন্য সদস্যদের ধরতে কাজ করছে সিআইডি।

সর্বশেষ খবর