শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

এখনো ভালো আছি

নিজস্ব প্রতিবেদক

এখনো ভালো আছি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমরা আগে দেখেছি শ্রমিকদের বিভিন্ন আন্দোলনে ইন্ডাস্ট্রির পর ইন্ডাস্ট্রি আগুনে জ¦ালিয়ে দিতে। এখন সেই পরিবেশ নেই। ১৫ বছর আগের পুলিশ, আর এখনকার পুলিশ এক নয়। এ পার্থক্য আপনারাই উপলব্ধি করতে পেরেছেন। আমাদের সামনে কঠিন সময় আসছে। এই সমস্যা শুধু আমাদের না, পুরো পৃথিবীর। আপনারা বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজনদের মাধ্যমে জানতে পারবেন, তারা কত সমস্যার মধ্যে জীবনযাপন করছেন। আমরা তাদের মতো আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতিতে যাইনি। বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় এখনো ভালো অবস্থানে আছি। গতকাল রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিজিএমইএর সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান। সালমান এফ রহমান এমপি বলেন, অর্থনীতির মূল চালিকাশক্তি শিল্প। ২০০৯ সালে যদি আমাকে বলা হতো, আগামী ১০-১২ বছর পর দেশের অর্থনীতি এই অবস্থায় যাবে। আমি বলতাম সম্ভব নয়। কিন্তু প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন এটি সম্ভব। প্রধানমন্ত্রী সব সময় বলতেন, আমাদের সবকিছু আছে, দরকার শুধু অনুকূল পরিবেশ। এ পরিবেশ তৈরির জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্প মালিকদের চেয়ে শ্রমিকদের জন্য বেশি কাজ করছে। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমাদের অর্থনীতির ওপর চাপ আসছে। এটা ব্যবহার করে অনেকে নানা ষড়যন্ত্র করতে পারে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আর পুলিশকে আরেকটু পাবলিক ফ্রেন্ডলি হতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বলেন, শিল্পকারখানায় স্থিতিশীলতা রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ফলে অর্থনীতি ভালো অবস্থায় দাঁড়িয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান বলেন, ১২ বছর আগে শিল্পাঞ্চলে এক অরাজক পরিস্থিতি ছিল। জ্বালাও-পোড়াও আন্দোলনসহ নানা পরিপ্রেক্ষিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উদ্ভব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর