শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সহিংস রাজনীতির বিরুদ্ধে জাতীয় পার্টি গণমিছিল করবে

নিজস্ব প্রতিবেদক

সহিংস রাজনীতির বিরুদ্ধে শান্তির পক্ষে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীতে ৭টি শান্তি সমাবেশ, বিজয় র‌্যালি ও গণমিছিলসহ দুই মাসব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

গতকাল শ্যামপুর শিল্পাঞ্চলের বালুর মাঠে অনুষ্ঠিত শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির যৌথ সভায় ২ মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। অপরাধ, দুর্নীতি, সহিংস রাজনীতির বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও ইসলামী মূল্যবোধের বাংলাদেশ বির্নিমাণে গড়ে তোলো মুক্তধারার গণজাগরণ, এ স্লোগানকে সামনে রেখে দুই মাসব্যাপী ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১২ নভেম্বর শনিবার ৫২নং ওয়ার্ডের মুরাদপুর, ১৯ নভেম্বর ৫৩নং ওয়ার্ডের জুরাইন চেয়ারম্যান বাড়ি সড়ক, ২৬ নভেম্বর ৫৪নং ওয়ার্ডের মজিবুর রহমান সড়ক (জুরাইন কাঁচাবাজার সংলগ্ন), ৩ ডিসেম্বর  ৫৯নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ এলাকা, ৯ ডিসেম্বর ৫৮নং ওয়ার্ডের বড়ইতলা রেলস্টেশন চত্বর, ২৪ ডিসেম্বর ৪৭নং ওয়ার্ডের শহীদনগর ও ৩১ ডিসেম্বর ৫১নং ওয়ার্ডের মীরহাজীরবাগ চৌরাস্তা মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর শনিবার জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে বিজয় সমাবেশ ও লাল সবুজের পতাকা হাতে বিজয় শোভাযাত্রা  অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুরাইন রেলগেট থেকে দোলাইরপাড় মোড় পর্যন্ত গণমিছিল অনুষ্ঠিত হবে। সভায় বক্তব্য রাখেন সুজন দে, শামসুজ্জামান কাজল, কাওসার আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর