শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

৯২-এর পুনরাবৃত্তি না প্রতিশোধ?

ক্রীড়া ডেস্ক

৯২-এর পুনরাবৃত্তি না প্রতিশোধ?

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড তৃতীয়বারের মতো ফাইনাল খেলে ১৯৯২ সালে। এর আগে তারা ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে এবং ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে শিরোপাবঞ্চিত হয়। ১৯৯২ সালের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ফেবারিট হিসেবেই খেলতে নামে ইংল্যান্ড। কিন্তু ইমরান খানের দলের কাছে ২২ রানে হেরে আবারও শিরোপা স্বপ্নভঙ্গ হয় ইংলিশদের। এরপর আর  পাকিস্তান-ইংল্যান্ড কখনো ফাইনাল খেলেনি। দীর্ঘ ৩০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি দুই দল। তিন দশক আগের সেই পরাজয়ের প্রতিশোধ নিতে পারবে ইংল্যান্ড! কাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড। সেমিফাইনালে পাকিস্তান হারিয়েছে নিউজিল্যান্ডকে। অন্য সেমিফাইনালে ইংল্যান্ড পরাজিত করেছে ভারতকে। বিশ্বকাপজুড়ে দারুণ খেলেছে ইংলিশরা। দলের অধিনায়ক জশ বাটলার আছেন দারুণ ছন্দে। অ্যালেক্স হেলসও খেলছেন দারুণ। বোলিংয়েও স্যাম কারান আর মার্ক উডরা ভালো করছেন। ফাইনালে বাজির দরটা ইংল্যান্ডের পক্ষেই বেশি থাকবে। এবারের বিশ্বকাপে পাকিস্তান খুঁড়িয়ে খুঁড়িয়েই চলেছে। সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচ হেরে বিদায়ের শঙ্কায় ছিল তারা। তবে পারের তিন ম্যাচ টানা জিতে ভাগ্যের সহায়তায় তারা উঠে যায় সেমিতে। সেখান থেকে ফাইনালে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা পাকিস্তান বিপজ্জনক হতে পারে ইংল্যান্ডের জন্যও! আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড ও পাকিস্তান কাছাকাছিই অবস্থান করছে। ইংল্যান্ড ২৬৪ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে। পাকিস্তান ২৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে। চলতি বছর টি-২০ ক্রিকেটে সাত ম্যাচ খেলে চারটিতেই জিতেছে ইংল্যান্ড। তিনটিতে জিতেছে পাকিস্তান। ফাইনালের আগে কিছুটা এগিয়ে থাকছে ইংল্যান্ডই। তবে কী এবার প্রতিশোধ নিতে পারবে ইংলিশরা!

সর্বশেষ খবর