শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বাগেরহাটে গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়া সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। আজ রাত পৌনে ১০টার দিকে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার বগা ক্লিনিকের কাছে সন্ত্রাসীরা তাকে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বগা ক্লিনিকে, পরে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানু বাগেরহাট শহরের বাসাবাড়ি এলাকার আবদুর রব ভূঁইয়ার ছেলে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বগা ক্লিনিকের কাছে পূর্ব শত্রুতার জেরে বাসাভাটি এলাকার টুটুলের ছেলে ফরিদ (২৯) জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানু ভূঁইয়াকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এর মধ্যে তানু ভূঁইয়ার বুকে দুটি ও নাভিতে একটি গুলি লাগলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বগা ক্লিনিকে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর বাগেরহাট পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তানু ভূঁইয়ার হত্যাকারী ফরিদকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এদিকে তানু ভূঁইয়া হত্যাকাে র পর বাঘেরহাট সদর হাসপাতালে ভিড় জমান তার স্বজনসহ বিএনপিদলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম সমাদ্দার জানিয়েছেন, তানু ভূঁইয়ার বুকে দুটি ও নাভিতে একটি গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আজ লাশের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর