সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পাকিস্তানকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

মেজবাহ্-উল-হক

পাকিস্তানকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

প্রতিশোধ! ফাইনালে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ৩০ বছর আগের পরাজয়ের প্রতিশোধ নিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার যে ভেন্যুতে ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে দিয়েছিল পাকিস্তান, সেই ঐতিহাসিক মেলবোর্নেই এবার বাবর আজমদের কাঁদিয়ে শিরোপা সেলিব্রেশন করলেন জস বাটলাররা।

৫ উইকেটের দারুণ এক জয়। পাকিস্তানের দেওয়া ১৩৮ রানের সহজ টার্গেটে ইংলিশরা পৌঁছে যায় ৬ বল হাতে রেখেই। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ক্রিকেট বিশ্বে এখন চলছে ইংলিশদের শ্রেষ্ঠত্ব। ওয়ানডে বিশ্বকাপেও তারা বর্তমান চ্যাম্পিয়ন। ২০১৯ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে তারা চ্যাম্পিয়ন হয়। এবার অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০তে আধিপত্য দেখাল ইংল্যান্ড।

তবে ইংলিশরা টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিততে পারত ২০১৬ সালেই। সেবার ফাইনালে শেষ ওভারে হেরে যায়। বেন স্টোকসের চার বলে চার ছক্কা হাঁকিয়ে উইন্ডিজ মারকুটে ব্যাটসম্যান কার্লোস ব্রাথওয়েট ইংলিশদের শিরোপাটা যেন ছিনিয়ে নিয়ে যান। এবার সেই স্টোকসই ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা এনে দিলেন। ৪৯ বলে ৫২ রানের হার না মানা ইনিংস খেলে যেন ২০১৬ সালে করা ভুলের প্রায়শ্চিত্ত করলেন। যদিও টি-২০-এর বিবেচনায় পাকিস্তানের ছুড়ে দেওয়া টার্গেট মোটেও আহামরি কিছু নয়। কিন্তু ৪৫ রানে ৩ উইকেট হারানোর পর ইংলিশরা যে বিপদের গন্ধ পেয়েছিল তা থেকে রক্ষা করেন স্টোকস। অথচ এই টুর্নামেন্টে স্টোকসকে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি। অবশ্য ইংলিশরা এমন চমৎকার খেলছিলেন যে পারফরমেন্স দেখানোর সুযোগই ছিল না স্টোকসের। কিন্তু ‘বড় ম্যাচের খেলোয়াড়’ হিসেবে পরিচিত স্টোকস ঠিকই ফাইনালে নিজেকে মেলে ধরলেন। তবে ফাইনালে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ইংলিশ বোলার স্যাম কারেন। আসলে তিনিই জয়ের ভিতটা গড়ে দিয়েছেন। ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও মোহাম্মদ নেওয়াজের উইকেট। পুরো টুর্নামেন্টেই দারুণ বোলিং করেছেন নর্দাম্পটনের এই সুপারস্টার। ১৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট। পুরস্কার হাতে কারেন বলেন, ‘এখানে স্টোকি (বেন স্টোকস) আছে, কী দারুণ এক ইনিংস খেললেন। কী দারুণ ব্যাটিং করলেন। ভেবেছিলাম তিনিই সেরা হবেন। তবে আমরা একসঙ্গে সেলিব্রেশন করব।’ এই ম্যাচে পাকিস্তান জিতলে মহানায়ক হতে পারতেন শাহীন শাহ আফ্রিদি। হারিস রউফ হতে পারতেন ’৯২-এর ওয়াসিম আকরাম। পাওয়ার প্লেতে ইংল্যান্ডের দুই উইকেট নিয়ে দারুণ শুরুও করেছিলেন। আফ্রিদি তো প্রথম ওভারেই ইংল্যান্ডের পাওয়ার হিটার অ্যালেক্স হেলসকে ড্রেসিং রুমে পাঠিয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের তৃতীয় ওভারে বোলিং করতে এসে ইনজুরিতে পড়েন। বাধ্য হয়েই মাঠের বাইরে চলে যান। আর হারিস তার চার ওভারের কোটায় ২৩ রান দেন। আফ্রিদি কিংবা রউফের আর কি-ইবা করার ছিল! সত্যিকার অর্থে, পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে গেছে তাদের ব্যাটিংয়ের সময়ই। সেমিফাইনালে যে দলটি ভারতের মতো সুপার পাওয়ার দলের বিরুদ্ধে ১৬৯ রানের টার্গেটে পৌঁছে যায় বিনা উইকেটে, তাদের মাত্র ১৩৮ রান দিয়ে কি আর জয়ের আশা করা যায়! তারপরও এই ম্যাচে যে ইংল্যান্ডকে ১৯ ওভার পর্যন্ত খেলতে হয়েছে তা তো আফ্রিদি ও রউফের দারুণ বোলিংয়ের জন্যই। মেলবোর্নে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে মাঠে নেমেছিল পাকিস্তান। ’৯২-এর ইমরান খান হতে চেয়েছিলেন বাবর আজম। কিন্তু পারলেন না। ইংলিশদের আধিপত্যের কাছে মাথানত করতে বাধ্য হলেন বাবর-রিজওয়ানরা। ম্যাচ শেষে পাকিস্তান ক্যাপ্টেন বলেন, ‘ইংল্যান্ডকে অভিনন্দন। আমাদের অন্তত ২০ রানের মতো কম হয়েছে। তারপরও বোলাররা যে দাপট দেখিয়েছে তা অসাধারণ।’ যে কোনো হারই কষ্টকর। তবে কিছু কিছু পরাজয় যেন গতি এনে দেয়। এবার বিশ্বকাপে ইংল্যান্ড দল তো বদলে গিয়েছিল আইরিশদের বিরুদ্ধে হারার পরই। বেদনায় নীল হয়ে যাওয়া ইংলিশরা ওই ম্যাচের পর আর কোনো প্রতিপক্ষকে সমীহ করেনি। একের পর এক ম্যাচে পেয়েছে উড়ন্ত জয়। জস বাটলার বলেন, ‘আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারের ধাক্কার পরই আমরা অনেক সতর্ক হয়ে যাই। আমাদের সব কিছুতে ব্যাপক পরিবর্তন আসে। তবে সব মিলে দারুণ সময় কাটল। আমরা টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছি। এটা অসাধারণ এক মুহূর্ত।’ শিরোপা নিশ্চিত হওয়ার পর গতকাল মেলবোর্নে ছোট্ট মেয়েকে নিয়ে মাঠে ঢোকেন বাটলার। এক হাতে মেয়েকে ধরেন, আরেক হাতে বিশ্বকাপ ট্রফি- বাটলারের এই ছবিটি মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

বাটলারের ক্রিকেট-জীবন যেন সার্থক! তিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অন্যতম সদস্য। আর এবার টি-২০ বিশ্বকাপ জয়ে নিজেই কা ারি। ঐতিহাসিক মেলবোর্নে শিরোপা উঁচিয়ে ধরে তিন দশক আগের প্রতিশোধ নিলেন। দেশ ও নিজের স্বপ্নপূরণ করলেন। একজন ক্রিকেটারের জীবনে আর কী চাই!

সর্বশেষ খবর