বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নির্বাচনী লড়াইয়ে মাহাথির

প্রতিদিন ডেস্ক

নির্বাচনী লড়াইয়ে মাহাথির

প্রায় শতবর্ষী রাজনীতিক মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ নভেম্বর তিনি তাঁর প্রার্থিতা জমা দিয়েছেন। এরপর তিনি সশরীরে অংশ নিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণায়। সূত্র : এপি নিউজ। সাতানব্বই বছর বয়সে এসে আধুনিক মালয়েশিয়ার এই রূপকার গত মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন ব্যস্ত সড়কে পায়ে হেঁটে জনসংযোগ করেন। মাহাথির পথসভায় ভাষণও দেন। ধারণা করা হচ্ছে, আগামী  শনিবারের নির্বাচনে বড় অঙ্কের আসন পাবে তা নেতৃত্বাধীন নতুন জোট। তবে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে পাত্তাই পাবে না নতুন জোট হোমল্যান্ড ফাইটার্স। উল্লেখ্য, মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব নির্ধারিত শিডিউলের ১০ মাস আগে দেশটির সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন। আগামী ১৯ নভেম্বর মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার ক্ষমতায় ছিলেন মাহাথির মোহাম্মদ। সে সময়ই ‘ট্রুলি এশিয়া’ ব্যানারে করেন মালয়েশিয়ার আধুনিকায়ন। পরে ২০১৮ সালে দুর্নীতিগ্রস্ত সরকারকে হটাতে অনেকটা ত্রাণকর্তা হিসেবেই নামেন নির্বাচনী লড়াইয়ে। বিপুল ভোটে জয়ী হয়ে, বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রবীন প্রধানমন্ত্রী হিসেবে ৯২ বছর বয়সে গ্রহণ করেন দায়িত্ব। অবশ্য ২২ মাস পরই ভেঙে যায় সেই সরকার।

সর্বশেষ খবর