বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রোহিঙ্গাসহ চার ইয়াবা কারবারির ফাঁসি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ১৩ লাখ পিস ইয়াবা পাচারের দায়ে এক রোহিঙ্গাসহ চার আসামিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডও প্রদান করা হয়েছে।

গতকাল দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর ব্লক-এইচ-১৬-এর বশির আহমদের ছেলে মো. আয়াজ (৩৪), সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস দক্ষিণ হাজীপাড়ার মকবুল আহমেদের ছেলে মোহাম্মদ বিল্লাল (৩৭), খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পঞ্চরামপাড়ার মকবুল আহমদের ছেলে আজিমুল্লাহ (৪৩) ও একই এলাকার ফয়জুল হকের ছেলে আবুল কালাম (৩৭)। রায় ঘোষণার সময় আয়াজ ও বিল্লাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অন্য দুজন আজিমুল্লাহ ও আবুল কালাম পলাতক। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলার চার আসামির সবার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এ রায়ের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের কাছে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর