শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শেষ সময়ে উত্তেজনা

♦ বাসের পর সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক ♦ ছাত্রলীগের শোডাউনে আতঙ্ক ♦ হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ গুলি

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

শেষ সময়ে উত্তেজনা

সিলেটে বিএনপির গণসমাবেশস্থলের পাশে চৌহাট্টা পয়েন্টে গতকাল মোটরসাইকেল শোডাউন করে অবস্থান নেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। তাদের শোডাউনে সৃষ্টি হয় উত্তেজনা -বাংলাদেশ প্রতিদিন

সিলেটে বিএনপির গণসমাবেশ ঘিরে শেষ সময়ে উত্তেজনা দেখা দিয়েছে। গত কয়েকদিন অনেকটা বাধাহীনভাবে এর পক্ষে প্রচার-প্রচারণা ও প্রস্তুতি চললেও হঠাৎ পাল্টে গেছে  চিত্র। গত বুধবার বাস মালিকরা গণসমাবেশের দিন শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট ডেকেছিলেন। তখনো অন্যান্য পরিবহন মালিক-শ্রমিকরা ছিলেন ধর্মঘটের বিপক্ষে। কিন্তু গতকাল বিকালে সভা করে ‘সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের’ পক্ষ থেকে সমাবেশের দিন সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া গতকাল নগরীতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে ছাত্রলীগ।

এতে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সেখানে পুলিশ গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলায় বিএনপির প্রস্তুতি সভায় পুলিশের বাধা, হামলা, মামলা ও গ্রেফতারের ঘটনাও ঘটেছে। পুলিশ বলছে, সমাবেশ ঘিরে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা নাশকতার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে। আগামীকাল দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা। গতকাল সন্ধ্যায় সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, বিভিন্ন জেলা ও উপজেলার পক্ষ থেকে মাঠের চারপাশে ক্যাম্প তৈরি করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরাও সমাবেশস্থলে আসা শুরু করেছেন। তারা ক্যাম্পগুলোতে অবস্থান করছেন। রাতে দলের পক্ষ থেকে তাদের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। এদিকে, গতকাল বিকাল ৪টার দিকে নগরীতে মোটরসাইকেল শোডাউন করে ছাত্রলীগ। কয়েক শ মোটরসাইকেল নিয়ে তারা বিএনপির সমাবেশস্থল সরকারি আলিয়া মাদরাসা মাঠের পার্শ্ববর্তী চৌহাট্টা মোড়ে অবস্থান নেয়। ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করে। তারা বিএনপিবিরোধী স্লোগান ও বক্তব্য দেয়। এ সময় চৌহাট্টা এলাকায় আতঙ্ক দেখা দেয়। অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশও চৌহাট্টা এলাকায় অবস্থান নেয়। পরে ছাত্রলীগ নেতা-কর্মীরা সেখান থেকে জিন্দাবাজারের দিকে চলে যান। ছাত্রলীগের শোডাউনের সময় সমাবেশস্থলে অবস্থান করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, ড. এনামুল হক, তাহসিনা রুশদির লুনা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী। সমাবেশস্থল পরিদর্শন শেষে ড. মঈন খান সাংবাদিকদের বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে আওয়ামী লীগ বাংলাদেশকে এমন এক পরিস্থিতিতে নিয়ে গেছে যেখানে গণতন্ত্র নেই। এখন দেশের মানুষ পরাধীন রয়েছে। মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলনে নেমেছি। সিলেটের সমাবেশকে ‘লাকি সেভেন’ উল্লেখ করেন ড. মঈন খান। ধর্মঘটের ডাক : দুই দফা দাবিতে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে ‘সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি’। অপরদিকে গতকাল বিকালে ‘সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’ চার দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয়। সংঘর্ষ, বাধা, ধরপাকড় : প্রস্তুতি সভা, সমাবেশ ও প্রচারণাকালে বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রেফতারও হয়েছেন কয়েকজন। সিলেটের ওসমানীনগরে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনার গাড়ির সামনের গ্লাস। এ ছাড়া ওসমানীনগরে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা ও গ্রেফতারের ঘটনাও ঘটেছে। সমাবেশের আগে আরও ধরপাকড়েরও আশঙ্কা করছেন নেতা-কর্মীরা। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, অতিতে কোনো কিছুতেই মানুষকে আটকে রাখা যায়নি। সিলেটেও পরিবহন ধর্মঘট সমাবেশে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। সব প্রতিবন্ধকতা দূর করে গণসমাবেশ সফল করবে নেতা-কর্মীরা। হবিগঞ্জে সংঘর্ষ : হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ বাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জি কে গউছ বলেন, পুলিশ বেআইনিভাবে সেখানে হামলা করে আমাদের নেতা-কর্মীদের আহত করেছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। বাস বন্ধের ঘোষণা : হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল হবিগঞ্জ মোটরমালিক গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।

মৌলভীবাজারে ধর্মঘট

মৌলভীবাজার : মৌলভীবাজার জেলায় দুই দিনের পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। গত বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ।

সুনামগঞ্জ থেকে ৮ হাজার মোটরসাইকেল নিয়ে গণসমাবেশে

সুনামগঞ্জ : সুনামগঞ্জ থেকে ৮ হাজার মোটরসাইকেলের শোডাউন নিয়ে এক দিন আগে সিলেটের গণসমাবেশে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শুক্র ও শনিবার সুনামগঞ্জসহ সিলেট বিভাগে বিভিন্ন সংগঠনের ব্যানারে পরিবহন ধর্মঘট ডাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর