শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জানুয়ারিতে ডলার সংকট থাকবে না

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারিতে ডলার সংকট থাকবে না

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, আগামী বছরের জানুয়ারি থেকে দেশে বৈদেশিক মুদ্রার (ডলার) সংকট থাকবে না। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ নিয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে গভর্নর বলেন, ‘আগামী জানুয়ারি থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার সংকট আর থাকবে না। এখনো কোনো সংকট নেই, তবে দেশে আন্ডার ইনভয়েসিং (কম মূল্য দেখানো) ঠেকাতে আমরা সতর্ক অবস্থান নিয়েছি।’ তিনি বলেন, হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি করছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ওভার ইনভয়েসিং (বেশি মূল্য দেখানো) এবং আন্ডার ইনভয়েসিং শূন্যে নামিয়ে রাখা গেছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘গ্র্যাজুয়েশনের (এলডিসি থেকে উত্তরণ) জন্য উৎপাদনকাজে নিয়োজিত শ্রমিক, কৃষক ও রেমিট্যান্স যোদ্ধাদের আর্থিক কেন্দ্রে নিয়ে আসতে হবে। এখানে ঘাটতি আছে।

কে আমাদের কোথায় কী সার্টিফিকেট দিল, সেটা বিষয় নয়।’ সেমিনারে সম্মানীয় অতিথি এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, এলডিসি থেকে উত্তরণের সময় বিশ্বের অন্যান্য দেশ যে ধরনের ট্যারিফ পলিসি (শুল্কনীতি) নেয়, বাংলাদেশেরও তা নেওয়া দরকার।

সর্বশেষ খবর