শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পর্তুগালের ভিসা নিয়ে অচিরেই সুখবর

কূটনৈতিক প্রতিবেদক

পর্তুগালের ভিসা নিয়ে অচিরেই সুখবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ থেকে পর্তুগালের ভিসা করার বিষয়টি আমরা মে মাস থেকে বলে আসছি। অচিরেই সেই সুসংবাদ পাব। এখন আমাদের জনগণকে দিল্লি গিয়ে ভিসা করতে অনেক টাকা, সময় ও শ্রম ব্যয় করতে হয়, সেই সঙ্গে থাকে অনিশ্চয়তা। গতকাল বাংলাদেশ ও পর্তুগালের সম্পর্ক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা সফররত পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রান্সিসকো আন্দ্রে বলেন, পর্তুগালের শ্রমবাজার সারা বিশ্বের জন্য উন্মুক্ত। বাংলাদেশি শ্রমিকরা যাতে সেই বাজারে সহজে প্রবেশ করতে পারে, সে জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করাসহ সব ধরনের উদ্যোগ নেবে লিসবন। কনস্যুলেট অফিস খুললে বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে বলেও মনে করেন তিনি। জানান, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে জনবলের বহু চাহিদা রয়েছে। বাংলাদেশ তার দেশের বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় বলেও জানান তিনি। বাংলাদেশের শিক্ষার্থীদের বেশি হারে বৃত্তি পাওয়ার ব্যবস্থা করতে পর্তুগাল সরকার কাজ করছে বলেও জানান দেশটির প্রতিমন্ত্রী। ফ্রান্সিসকো আন্দ্রে বলেন, ৫০০ বছর আগে পর্তুগিজদের এ দেশে আগমন। দুই দেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি পালন করছে। বাংলাদেশে আমিই প্রথম কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে এসেছি। আশা করি, এতে সম্পর্কের নতুন জানালা খুলেছে। এই সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে অনন্য উচ্চতায় নিতে চায় আমার দেশ। পর্তুগাল নিজের ৬০ শতাংশ জ্বালানি চাহিদা নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করে জানিয়ে এই জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহও প্রকাশ করেন প্রতিমন্ত্রী। সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ সহযোগিতার বড় ক্ষেত্র হতে পারে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন বিআইআইএসএস চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজি ইমতিয়াজ হোসেন। স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক শেখ পাশা হাবিব উদ্দিন। বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব প্রযুক্তি, টেকসই উন্নয়ন, মানবসম্পদ রপ্তানি, সমুদ্র প্রযুক্তি, সুনীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, ডিজিটালাইজেশন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে দুই দেশ কাজ করতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর