সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল

কূটনৈতিক প্রতিবেদক

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা সফর বাতিল হয়ে গেছে। রাশিয়ার দূতাবাস থেকে নোট ভারবালের মাধ্যমে বাংলাদেশকে ল্যাভরভের ঢাকা সফর বাতিলের কথা জানানো হয়েছে। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর ২৩ নভেম্বর ঢাকা আসার কথা ছিল।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু রাশিয়ার ঢাকাস্থ দূতাবাস থেকে একটি নোট ভারবাল দিয়ে জানানো হয়েছে তিনি আসছেন না। মন্ত্রী বলেন, শুনেছি শিডিউলের কারণে মেলাতে পারছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল সের্গেই ল্যাভরভের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তাঁর এই সফরের আলাদা ভূরাজনৈতিক গুরুত্ব ছিল। ল্যাভরভের ঢাকা সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। রাশিয়া দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইউক্রেন পরিস্থিতি, ভূরাজনীতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার কথা জানিয়েছিল। সূত্র জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী দুই এক দিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে ফোনে কথা বলতে পারেন। অন্যদিকে সের্গেই ল্যাভরভের পরিবর্তে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি আইওআরএ বৈঠকে তাঁর দেশের প্রতিনিধিত্ব করবেন।

সর্বশেষ খবর