মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিদ্যুতে গ্রাহক পর্যায়ে এখনই বাড়ছে না দাম

পাইকারিতে বাড়ল কিলোওয়াট ১ টাকা ৩ পয়সা

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতে গ্রাহক পর্যায়ে এখনই বাড়ছে না দাম

বিদ্যুতের পাইকারি দাম প্রতি কিলোওয়াটে ১ টাকা ৩ পয়সা করে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শতাংশ হিসাবে দাম বেড়েছে ১৯ দশমিক ৯২। এখন প্রতি কিলোওয়াট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে নতুন এ মূল্য কার্যকর হবে। তবে পাইকারিতে বাড়লেও এখনই গ্রাহক পর্যায়ে দাম বাড়বে না। বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব নাকচ করার ১ মাস ৮ দিনের মাথায় বিইআরসি কর্তৃপক্ষ এ দাম বাড়ানোর    পদক্ষেপ নিয়েছে। গতকাল দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। এতে অংশ নেন কমিশনের সদস্য মোহাম্মদ আবু ফারুক, মকবুল ই-ইলাহী চৌধুরী, বজলুর রহমান, কামরুজ্জামান। কমিশন জানিয়েছে, এ দাম পুনর্নির্ধারণের ক্ষেত্রে ভর্তুকি ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকা। অর্থাৎ দাম বাড়ানোর পরও বিদ্যুতের উৎপাদন পর্যায়ে ১৭ হাজার কোটি সরকারকে ভর্তুকি দিতে হবে। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) খরচ হয় ১৪ থেকে ১৫ টাকা। আর এই বিদ্যুৎ বিক্রি করতে হচ্ছে ছয় টাকা ২০ পয়সায়। এতে প্রতিষ্ঠানের লোকসান দিনকে দিন বাড়ছে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ বিদ্যুতের পাইকারি দাম সমন্বয় করে পাঁচ টাকা ১৭ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি। বিইআরসি চেয়ারম্যান বলেন, পিডিবির প্রস্তাবে কিছু তথ্য ঘাটতি থাকায় প্রস্তাব নাকচ করা হয়েছিল। পরে পিডিবি রিভিউ প্রস্তাব করে। তাদের সেই প্রস্তাব বিবেচনায় নিয়ে নতুন আদেশ দেওয়া হয়েছে। নতুন দর ডিসেম্বর থেকে কার্যকর হবে।

গ্রাহক পর্যায়ে দাম এখনই বাড়ছে না : গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না, এজন্য গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, পাইকারিতে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। গতকাল সচিবালয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর পাইকারিতে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার পর তিনি সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতেই বিদ্যুৎ-জ্বালানির দাম সমন্বয় করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির বিষয়টি নির্ভর করছে মাঠ পর্যায়ের তথ্যের ওপর। সবকিছু যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বিইআরসি তাদের মতো করে বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তারা ঘোষণা দিয়েও দাম বাড়ায়নি। সবকিছু তারা যাচাই-বাছাই করেই করেছে।

নির্বাচনের আগে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এখানে আমি দাম বাড়ানোর কথা একবারও বলিনি। নির্বাচনের এক বছর আগে নাকি দুই বছর আগে সেটা বিষয় নয়, এখন সারা বিশ্বেই দাম সমন্বয় হচ্ছে। সাত ডলারের গ্যাস ৩০ ডলারে কিনতে হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি বিষয়ে নসরুল হামিদ বলেন, সরবরাহ এখন আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে ফেলেছি। আমরা আশাবাদী, বিদ্যুৎ উৎপাদন ভালো পরিস্থিতির দিকে যাচ্ছে। যে ঘাটতি ছিল তা ধীরে ধীরে পূরণ হয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর