মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ ভালো ব্র্যান্ড

ইতালির রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা বলেছেন, বাংলাদেশ  তৈরি পোশাক উৎপাদনে বেশ সফল হয়েছে। বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ ভালো ব্র্যান্ড। বাংলাদেশের তৈরি পোশাক ইতালিতে বেশ জনপ্রিয়। উভয়  দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রে উভয় দেশের ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ইতালির রাষ্ট্রদূত। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ইতালি বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে। উভয় দেশের ব্যবসায়ীরা পারস্পরিক দেশ সফর করে বিনিয়োগের ক্ষেত্র নির্বাচন করতে পারেন। বাংলাদেশ সরকার বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা প্রদান করবে। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২ হাজার ২৬২ মিলিয়ন মার্কিন ডলার। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পণ্য ইতালিতে রপ্তানি করে ১ হাজার ৭০৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে; অন্যদিকে একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৫৫৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।

সর্বশেষ খবর