বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ফেবারিট তবু সতর্ক জার্মানি

আবদুল গাফফার, সাবেক ফুটবলার

জার্মানি রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে পেরেছে বলে মনে হয় না। চারবারে বিশ্ব চ্যাম্পিয়ন তারা। শিরোপা না জিতুক অন্তত দ্বিতীয় রাউন্ডে খেলবে তা ধরে নেওয়া যেতেই পারে। অথচ রাশিয়া বিশ্বকাপে জার্মানরা তা পারেনি। এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়ার কাছে শোচনীয়ভাবে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। যা অনেকে কল্পনাও করেনি। কাতার বিশ্বকাপে জার্মানির মিশন শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ আবার এশিয়ার প্রতিনিধিই জাপান মাঠে নামবে। নিঃসন্দেহে আজকের ম্যাচে জার্মানি ফেবারিট। কিন্তু এতটুকু বলতে পারি ইরান যেভাবে ইংল্যান্ডের কাছে হেরেছে জাপান তা হবে না। জার্মানির ম্যাচ জয়ের সম্ভাবনা বেশি হলেও এশিয়ার পরাশক্তি জাপানও ছেড়ে দেবে না। প্রতিপক্ষ হোক না বিশ্বচ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে লড়াই করার সামর্থ্য রয়েছে জাপানের। এবার জার্মান মূলত তারুণ্যের ওপরনির্ভর। তারকা সেভাবে নেই। তবুও দলটি জার্মানি। বিশ্বকাপে জার্মানির নতুন কোচ হ্যান্সি ফ্লিক। ৪-২-৩-১ ছকে তিনি দল সাজাতে পারেন। জাপানকে শক্ত প্রতিপক্ষ ধরে শিষ্যদের সতর্ক হয়ে খেলতে বলবেন। প্রথম ম্যাচ যে কোনো দলের কাছে জেতা জরুরি। কেননা গ্রুপে আরেক বিশ্বচ্যাম্পিয়ন আছে। আবার বলছি জার্মানি জেতার সম্ভাবনা বেশি। কিন্তু জাপানও ছেড়ে কথা বলবে না। এদিকে আরেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনেরও প্রথম ম্যাচ আছে। প্রতিপক্ষ কোস্টারিকা। স্পেন অবশ্যই ফেবারিট। তবে ল্যাতিন বলে কোস্টারিকাও জ্বলে উঠতে পারে।

সর্বশেষ খবর