বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বাজার নৈরাজ্যে মানুষ অসহায়

নিজস্ব প্রতিবেদক

বাজার নৈরাজ্যে মানুষ অসহায়

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকার ও বাজার সিন্ডিকেট দেশের মানুষকে চরম কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। বাজারের আগুন কোনো ভাবেই সরকারকে স্পর্শ করছে না। বাজার সিন্ডিকেট আর সরকার এখন একাকার। মানুষ এখানে পুরোপুরি অসহায়। গতকাল আশুলিয়ায় ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। বাঁচার দাবিতে শ্রমিক জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, দেশের মানুষকে সরকার আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়ে রেখেছে। বাজার সিন্ডিকেট প্রতিদিন ভোক্তাদের পকেট থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আন্তর্জাতিক বাজার দেখিয়ে নিজেদের ব্যর্থতা ঢেকে রাখা যাবে না। বাজারের আগুন রাজপথে ছড়িয়ে পড়ছে। কেবল দ্রব্যমূল্যের কারণে গত কয়েক মাসে ৫০ লক্ষাধিক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে এসেছে। প্রচারসর্বস্ব তদারকি ব্যবস্থা দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। তিনি গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। পার্টির শিল্পাঞ্চল কমিটির সভাপতি অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে শিল্পাঞ্চল কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর, তানিয়া আকতার লিমা, পবিত্র এববর, সজল হালদার প্রমুখ। সভায় নেতৃবৃন্দ ৯-১২ ডিসেম্বর পার্টির দশম কংগ্রেস সফল করার আহ্বান জানান।

সর্বশেষ খবর