বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সরকারের মিথ্যাচারে ক্রোধের জন্ম

নিজস্ব প্রতিবেদক

সরকারের মিথ্যাচারে ক্রোধের জন্ম

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গণতন্ত্র ও উন্নয়ন নিয়ে সরকারের মিথ্যাচার এবং বিভ্রান্তিকর বক্তব্য জনগণের মাঝে  চরম ক্রোধের জন্ম দিচ্ছে। গতকাল চট্টগ্রাম জেলা ও মহানগর জেএসডি কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরের নাসিরাবাদ কনভেনশন হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোর্তুজা কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জবিউল হোসেন, শফিউল আলম খোকন, সরওয়ার আলম আরজু, সচিব আবুল হাসেম বক্কর, হাসান মারুফ রুমি, এস এম সামছুল আলম নিক্সন, তারিকুল আনোয়ার প্রমুখ।

রব বলেন, নির্বাচনী ব্যবস্থা থেকে জনগণকে বিচ্ছিন্ন করার পরও অহরহ ‘জনগণের ভোটে নির্বাচিত’ বলে সরকারের দম্ভপ্রকাশ জনগণের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। তিনি বলেন, উন্নয়নের নামে, উন্নয়নের উন্মাদনায়, উন্নয়নের যূপকাষ্ঠে সরকার গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারকে বলি দিয়েছে। সরকার দমনমূলক রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে নৈতিকভাবে ধ্বংস করে রাষ্ট্রব্যবস্থাকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে। এ সরকারকে ক্ষমতায় রেখে কোনো সংকটের সমাধান হবে না। তিনি বলেন, দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট, প্রদেশ ও প্রাদেশিক পরিষদ গঠন, স্বশাসিত উপজেলা ব্যবস্থা প্রবর্তনসহ প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে স্বাধীনতার স্বপ্ন পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ খবর