বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

হঠকারী সিদ্ধান্ত নেব না

নিজস্ব প্রতিবেদক

হঠকারী সিদ্ধান্ত নেব না

 

অনিয়মের কারণে বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

গতকাল তিনি নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। সাংবাদিকরা তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, ‘এটা নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করছি।’ তবে এ নির্বাচন অনুষ্ঠানে নতুন তফসিল ঘোষণা করা হবে কি না সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ প্রতিবেদন সম্পর্কে জানতে সাংবাদিকদের আরও অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন সিইসি। ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে অনিয়ম ধরা পড়লে ভোট গ্রহণের চার ঘণ্টার মাথায় ১৪৫টি কেন্দ্রের মধ্যে ৫১টিতে ভোটদান বন্ধ ঘোষণা করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর