শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের জয়

উরুগুয়েকে রুখে দিল কোরিয়া

ক্রীড়া প্রতিবেদক, কাতার থেকে

রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের জয়

বয়স ৩৭। এ বয়সে অনেকেই ফুটবল খেলছেন। বিশ্বকাপেও খেলতে এসেছেন অনেকে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো সবার চেয়ে কেন আলাদা, গতকাল ঘানার বিপক্ষে ‘৯৭৪’ স্টেডিয়ামে গোল করে আরও একবার প্রমাণ করলেন। ৬৫ মিনিটে পেনাল্টিতে গোল করে বিশ্বকাপ ফুটবল ইতিহাসের রেকর্ড গড়েছেন ‘সি আর সেভেন’ রোনালদো। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের রেকর্ড গড়া ম্যাচে পর্তুগাল ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে। ‘এইচ’ গ্রুপের আরেক                 ম্যাচে এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়া গোলশূন্য ড্র করেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরগুয়ের সঙ্গে।

রোনালদোর বিশ্বকাপ অভিষেক ২০০৬ সালে। অ্যাঙ্গোলা ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করলেও রোনালদো গোল পান ইরানের বিপক্ষে পরের ম্যাচে। গোলটি করেছিলেন পেনাল্টিতে। গতকাল টানা ৫ বিশ্বকাপে গোলের বিরল রেকর্ডটিও করেন পেনাল্টিতে। চার বছর পর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গোল করেন উত্তর কোরিয়ার বিপক্ষে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ঘানার বিপক্ষে গোল করেন। গতকালও ঘানার বিপক্ষে গোল করেন। যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯২ ম্যাচে ১১৮ গোল। পর্তুগাল ও ঘানা ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচের ৫টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৬৫ মিনিটে পেনাল্টিতে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন রোনালদো। ৭৩ মিনিটে ঘানার পক্ষে সমতা আনেন আইউ। ৭৮ মিনিটে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ফেলিক্স সেকুইরা। ৮০ মিনিটে ডি কনসিকাওয়ের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। ৮৯ মিনিটে বুকারি ব্যবধান ২-৩ করলে ম্যাচ জমে ওঠে। তবে ম্যাচের নিয়ন্ত্রণ পর্তুগালের হাতেই ছিল। শেষ পর্যন্ত ৩-২ গোলের ঘাম ঝরানো জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর পর্তুগাল। গ্রুপের আরেক ম্যাচে  দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে রুখে দিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

সর্বশেষ খবর