শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

স্পেনে মুগ্ধ অস্কার

ক্রীড়া প্রতিবেদক

স্পেনে মুগ্ধ অস্কার

আর্জেন্টিনা ও জার্মানির মতো ফেবারিট দল বিশ্বকাপে শুরুটা করেছে হারে। সামাজিক যোগাযোগে দেখছিলাম স্পেনকে ঘিরেও শঙ্কা প্রকাশ করা হচ্ছে। আমি কিন্তু নিশ্চিত ছিলাম আমার দেশ শুরুতে জয় পাবে। শেষ পর্যন্ত তাই হয়েছে। এতে আমি খুশি। কথাগুলো বলছিলেন, বসুন্ধরা কিংসের হেড কোচ স্পেনের নাগরিক অস্কার ব্রুজোন। ‘ই’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে স্পেন ৭-০ গোলে কোস্টারিকাকে উড়িয়ে দিয়েছে। অস্কার বলেন, ‘জয়ের ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। কিন্তু ব্যবধান এত বড় হবে তা আমি ভাবেনি। কোস্টারিকা এতটা দুর্বল নয় হয়ে ৭ গোলে হারবে। সেরা না হোক স্পেনের খেলা দেখে আমি মুগ্ধ। ২০১৪ সালে কারেন্ট বিশ্বচ্যাম্পিয়ন হয়েও গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল স্পেন। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল কোস্টারিকা।  সে ক্ষেত্রে কোস্টারিকাকে এত দুর্বল ভাবা উপায় নেই। তাহলে কি স্পেন শুরুতেই সেরাটা খেলে ফেলল? ম্যাচ দেখে আমার কাছে তা মনে হয়নি। আসলে কোস্টারিকা কেন জানি চাপে ছিল।

প্রথম ম্যাচ হারলেই যেমন বলা যাবে না বিদায়। তেমনি বড় ব্যবধানে জিতলেও সামনে আরও দারুণ খেলবে তা বলা যাবে না। ২০১০ সালে প্রথম হেরেও প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। স্পেনের গ্রুপটা এমনিতেই শক্তিশালী। সেখানে আবার জার্মানি প্রথম ম্যাচে হেরে গেছে। টিকে থাকতে হলে জার্মানদের মরণ কামড় দিতেই হবে। মনে রাখতে হবে জার্মানি ছাড়া খেলতে হবে জাপানের বিপক্ষে। সুতরাং স্পেনের এখনো নকআউটপর্ব নিশ্চিত হয়নি। একটা কথা না বললেই নয়, শেষ ষোলোর আগে কোনোভাবেই বলা যায় না কার সম্ভাবনা কেমন। তবে আমার বিশ্বাস স্পেন ভালো করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর