শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মাঠ প্রশাসনে বড় পরিবর্তন

২৩ জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক

মাঠ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা, পটুয়াখালী, টাঙ্গাইল, বরিশাল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, সিরাজগঞ্জ, ঝালকাঠি, ফরিদপুর, খাগড়াছড়ি, বগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কক্সবাজার, জয়পুরহাট ও মাগুরা। বুধবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই ২৩ জেলার ডিসির মধ্যে বিসিএস ২২তম ব্যাচের পাঁচজন, ২৪তম ব্যাচের আটজন ও ২৫তম ব্যাচের ১০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে ২২তম ব্যাচের পাঁচজন এবং ২৪তম ব্যাচের একজন আগে থেকেই ডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া ডিসিদের মধ্যে চারজনই মন্ত্রীদের একান্ত সচিব (পিএস) ও চারজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব। বাকিরা প্রধানমন্ত্রীর  কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রামের ডিসি মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকায়, কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লায়, জয়পুরহাটের ডিসি শরিফুল ইসলামকে পটুয়াখালীতে, বরিশালের ডিসি জসীম উদ্দীন হায়দারকে টাঙ্গাইলে, সুনামগঞ্জের ডিসি জাহাঙ্গীর হোসেনকে বরিশালে ও নীলফামারীর ডিসি খন্দকার ইয়াসির আরেফীনকে খুলনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর নতুন ডিসি হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সুনামগঞ্জে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রামে ও অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল আরিফ কুড়িগ্রামের দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি রাজশাহীর স্থানীয় সরকারের উপপরিচালক চিত্রলেখা নাজনীন রংপুরে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সিরাজগঞ্জে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফারাহ গুল নিঝুম ঝালকাঠিতে এবং পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব কামরুল আহসান তালুকদার ফরিদপুরের ডিসির দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া খাদ্যমন্ত্রীর একান্ত সচিব মো. সহিদুজ্জামান খাগড়াছড়িতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাফিজার রহমান ময়মনসিংহে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম বগুড়ার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদকে কিশোরগঞ্জে, স্থানীয় সরকার বিভাগের উপসচিব পংকজ ঘোষকে নীলফামারীতে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উল্যাহকে লালমনিরহাটে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মুহাম্মদ শাহীন ইমরানকে কক্সবাজারে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক সালেহীন তানভীর গাজীকে জয়পুরহাটে এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগকে মাগুরায় ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন। এ ছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারক করে থাকেন। গতকাল জনপ্রশাসনের অপর এক প্রজ্ঞাপনে ঢাকার ডিসি শহীদুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব পদে, ময়মনসিংহের ডিসি মোহাম্মদ এনামুল হককে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে, কক্সবাজারের ডিসি মোহাম্মদ মামুনুর রশিদকে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব পদে ও খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাসকে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে। পাশাপাশি গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানাকে জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব পদে, সিরাজগঞ্জের ডিসি ড. ফারুক আহমেদকে সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম-সচিব পদে, কুমিল্লার ডিসি কামরুল হাসানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব পদে, ফরিদপুরের ডিসি অতুল সরকারকে স্বাস্থ্যসেবা বিভাগে এবং রংপুরের ডিসি আসিব আহসানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।

সর্বশেষ খবর