শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জাতীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যান

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, নিশিরাতের সরকারের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট মোকাবিলা করার সক্ষমতা নেই। কোনো অবস্থাতেই সরকারের পক্ষে এই সংকট থেকে বের হয়ে আসা সম্ভব হবে না।  দেশ-বিদেশের কেউ এই সরকারের ওপর আস্থা রাখতে পারছে না। তাই যত দ্রুত সম্ভব জাতীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে সসম্মানে চলে যান। গতকাল দুপুরে রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপি কার্যালয়ে ‘বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থির পরিস্থিতিতে করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব কথা বলেন। এ সময় এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল, এস এম মোর্শেদ, খায়রুল কবির পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ড. অলি আহমদ বলেন, যত দ্রুত সম্ভব সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক, নিষ্ঠাবান এবং দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তিদের নিয়ে গঠিত একটি জাতীয় সরকারের কাছে সসম্মানে ক্ষমতা হস্তান্তর করে প্রস্থান করুন। এটাই হবে রাজনৈতিক পরিপক্বতা এবং বুদ্ধিমানের কাজ।

তিনি আরও বলেন, দুর্নীতি এবং টাকা পাচারের কারণে সমাজের অবকাঠামো ভেঙে পড়েছে। স্বচ্ছতা ও জবাবদিহি না থাকার কারণে বর্তমান সংকট সৃষ্টি হয়েছে এবং রিজার্ভ দ্রুত কমে যাচ্ছে। এ অবস্থায় সরকারের উচিত জাতীয় সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়ে চলে যাওয়া।

সর্বশেষ খবর