শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

কূটনৈতিক প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নভেম্বরের শেষ সপ্তাহে এ সফর হওয়ার কথা ছিল। গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুকে তাকেইয়ের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক ঘোষণা  কিন্তু আমরা এখনো পর্যন্ত দিইনি। ডিপ্লোম্যাসিতে অনেক কিছু থাকে, সুবিধা-অসুবিধা থাকে, যে কারণে শেষ মুহূর্তেও পরিবর্তন হয়। এই সফরটি শিগগিরই হবে, নতুন তারিখে এটি হবে। একটি তারিখ হয়তো আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনেছেন, সে তারিখে বর্তমান পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে না। তবে খুব শিগগিরই হবে। কী কারণে সফর পেছানো হলো, তা স্পষ্ট না করে তিনি বলেন, আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দলিল আছে, সমঝোতা স্মারক ও চুক্তি, যেগুলো আমরা আশা করছি প্রধানমন্ত্রী পর্যায়ের সফরে স্বাক্ষর হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে জাপানের রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয় বৈঠকে এসেছে কি না, সে প্রশ্নে শাহরিয়ার আলম বলেন, আমি স্বতঃপ্রণোদিত হয়ে তাকে একটি কথা বলেছি যে, আমরা আন্তর্জাতিক কিছু নির্বাচন নিয়ে কথা বলেছি, যেখানে জাপান বাংলাদেশের সহযোগিতা চেয়েছে; একাধিক পদে ব্যক্তিগত এবং রাষ্ট্র হিসেবে জাপানের। তখন আমি তাকে একটু হালকা মেজাজে বা হালকা ভাষাতেই বলেছি যে, বাংলাদেশে নির্বাচন ওটা তো একটি নির্বাচন, আন্তর্জাতিক নির্বাচন নির্বাচন বললে মানুষ মনে করতে পারে স্থানীয় নির্বাচন, এটা আমাদের একেবারে অভ্যন্তরীণ ও একান্ত বাংলাদেশের জনগণের বিষয়। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তখন ‘ওপর-নিচে মাথা নেড়েছেন’ জানিয়ে শাহরিয়ার বলেন, তিনি সেটাতে নড করেছেন যে, হ্যাঁ, নির্বাচন বাংলাদেশের নিজেদের বিষয়। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দফতর।

সর্বশেষ খবর