সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বেলজিয়ামে তোলপাড়

ক্রীড়া প্রতিবেদক

২০১৮ বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল বেলজিয়াম। এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। এমন ভরাডুবিতে দলের ভাঙন আরও বড় হয়ে দেখা দিল। বেলজিয়ামের পাঁচ ফুটবলার দেশে ফেরেননি। বাকিরা ফিরলেও শোনা যাচ্ছে দলের দ্বন্দ্ব এত তীব্র হয়ে উঠেছে যে ফুটবলারদের মুখ দেখাদেখি বন্ধ। কেউ কারোর সঙ্গে কথাও বলছেন না। বেলজিয়ামের সোনালি প্রজন্ম যে এভাবে ভেঙে যাবে, সেটা কল্পনাও করতে পারছেন না ফুটবলপ্রেমীরা। ফিফা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা বেলজিয়ামকে টপকে নকআউটে গেছে মরক্কো ও ক্রোয়েশিয়া। লুকা মডরিচদের বিপক্ষে শেষ ম্যাচে প্রচুর সুযোগ পেলেও জিততে পারেনি তারা। বিদায় নেওয়ার পর দোহা থেকে ব্রাসেলসে ফেরার জন্য আলাদা করে বিমানের ব্যবস্থা করেছিল বেলজিয়াম ফুটবল সংস্থা। কিন্তু টমাস মিউজেক, অ্যাক্রেল উইটসেন, জেরেসি জেকু, আর্থার থিয়েট এবং লুইস ওপেন্ডা দলের সঙ্গে যাননি। তারা অন্য কোথাও ঘুরতে যাবেন। তারপর আলাদা করে দেশে ফিরবেন। বেলজিয়ামের ভাঙনের পেছনে অনেকেই মুখে আনছেন কেভিন দ্য ব্রুইনের নাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর