মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

অবশেষে গোল পেলেন কেইন

ক্রীড়া প্রতিবেদক

২০১৮ রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন হ্যারি কেইন। গোল করেছিলেন ৬টি। এবার ইংল্যান্ডের অধিনায়ক। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ জিততে ইংল্যান্ডের অন্যতম ভরসা কেইন। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে একটি গোলও করতে পারেননি। অবশেষে নকআউট পর্বে গোল পেয়েছেন। সেনেগালের বিপক্ষে ৩-০ গোলে জয়ী ম্যাচে একটি গোল করেন ইংলিশ অধিনায়ক। এ গোল করেই ব্যর্থতার খোলস ছেড়ে বেরিয়ে আসেন। ইংলিশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৯ ম্যাচে ৫২ গোল করেছেন কেইন। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সেমিফাইনালে খেলতে হলে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে জ্বলে উঠতে হবে কেইনকে।

গোল করতে হবে। প্রিমিয়ার লিগে খেলেন টটেনহ্যাম হটস্পারের হয়ে। প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা কেইন ২৯৪ ম্যাচে ১৯৫ গোল করেছেন। ইংল্যান্ড গত বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় ২-১ গোলে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের কাছে হারে ২-০ গোলে। ১৯৯০ বিশ্বকাপেও সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে কেইন পরশু রাতে দারুণ এক ভলিতে গোল করেন। অবশ্য একটি গোল বানিয়েও দেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর