বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ শহীদ বুদ্ধিজীবীদের

নিজস্ব প্রতিবেদক

শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ শহীদ বুদ্ধিজীবীদের

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গতকাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পু®পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান -পিআইডি

বিদেশে পলাতক বুদ্ধিজীবী  হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের জোরালো দাবি জানানোর মধ্য দিয়ে গতকাল সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সাম্প্রদায়িক মৌলবাদী ও জঙ্গিবাদী অপশক্তি এবং তাদের দোসরদের  প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে। গতকাল ভোর থেকেই রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমিতে ফুল নিয়ে উপস্থিত হন নানা শ্রেণি-পেশার মানুষ। তারা ১৯৭১ সালে দেশের জন্মলগ্নে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দিবসটি উপলক্ষে সকালে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি ছিল। ছিল শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, শোকযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা : সকালে জাতির পক্ষে রাষ্ট্রপতি এম আবদুল হামিদ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে রাষ্ট্রপতি সেখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এর আগে, রাষ্ট্রপতি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানান। এরপর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন। এরপর তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার মহান স্থপতির প্রতি সম্মান জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এবং চিফ হুইপ ও হুইপদের পক্ষ হতে হুইপ ইকবালুর রহিম বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পুষ্পস্তবক অর্পণ করেন।

আওয়ামী লীগের শ্রদ্ধা : সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে এবং মিরপুরে অবস্থিত জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের জাতীয় নেতারা। এ ছাড়াও ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পৃথক শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দেন। এ সময় আওয়াম লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, কেন্দ্রীয় নেতা বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ড. হাছান মাহমুদ,  ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিএনপির শ্রদ্ধা : মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, শাহজাহান ওমর, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

এ ছাড়াও হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাসদ, গণঅধিকার পরিষদ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোটার্স ইউনিটি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, স্বাচিপ, শ্রমিক সংগঠন, ছাত্রসংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন।

এদিকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।

সর্বশেষ খবর