রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
নতুন বছর নতুন প্রত্যাশা

মূল্যবোধের জায়গাটি সরব থাকুক

------ সেলিনা হোসেন

মূল্যবোধের জায়গাটি সরব থাকুক

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘নতুন বছরে আমি চাই দেশের মানবিক মূল্যবোধের জায়গাটি সরব থাকুক। দরিদ্র জনগোষ্ঠীর প্রত্যেকের থালায় ভাত থাকুক। রাষ্ট্র পরিচালনায় যে সরকার থাকবে তারা যেন উন্নয়নের মাত্রা বেগবান করে। দেশের শিশুরা যাতে শিক্ষা লাভ করতে পারে। করোনার মাত্রা যেন বৃদ্ধি না পায় সে বিষয়েও সরকারকে সতর্ক থাকতে হবে। করোনায় আক্রান্তরা ভালোভাবে চিকিৎসাসেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন।’

তিনি বলেন, আমি আশা করব নতুন বছর নারী নির্যাতনের মাত্রা কমে আসবে এবং নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। নারীরা কোনোভাবেই নির্যাতনের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশ যেন একটি শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে মর্যাদার জায়গা লাভ করতে পারে। আমাদের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে ইউনেস্কোর ঘোষণায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা আছেন তাদের শিক্ষা লাভের সুযোগ আরও বড় করে তুলতে হবে। জনগণ একটি রাষ্ট্রের প্রধান শক্তি। প্রতিবেলায় খাবার সংগ্রহের দুশ্চিন্তা থেকে নাগরিকদের রেহাই দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এ কথাসাহিত্যিক আরও বলেন, দেশের নাগরিকদের জন্য আমার পরামর্শ তারাও যেন নিজস্ব চেতনায় দেশপ্রেমের দিকটি খুব ভালোভাবে রাখেন। তারা যেন কোনো অত্যাচারে লিপ্ত না হন। বিশেষ করে দেশের নাগরিকরা নারী ধর্ষণ বা সহিংসতায় জড়িয়ে না পড়েন। 

সর্বশেষ খবর