রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
নতুন বছর নতুন প্রত্যাশা

সাফল্যের পথেই ছুটতে চাই

------ সাবিনা খাতুন

সাফল্যের পথেই ছুটতে চাই

গত সেপ্টেম্বরে নেপালের মাটিতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে বাংলাদেশ নারী জাতীয়  ফুটবল দল। চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে পুরো       দেশ উৎসব করেছিল। তাদেরকে অভ্যর্থনা জানাতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল। বয়সভিত্তিক পর্যায়ে সফলতা আসছিল আগে থেকেই। তবে জাতীয় দলের হাতে কোনো শিরোপা ছিল না। অবশেষে সেই স্বপ্নটাও পূরণ করলেন সাবিনা খাতুনরা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মেয়েরাই এখন সেরা। গত বছর সাফল্যের পথে ছুটেছে নারী ফুটবল দল। নতুন বছরেও সাফল্যের পথেই ছুটতে চান নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। আরও একটা বছর চলে গেল। এলো নতুন বছর। এই বছরটাও গত বছরের মতোই সাফল্যময় করে তুলতে চান সাবিনা খাতুন। তিনি বলেন, ‘আমরা সাফ জয় করেছি গত বছর। দেশের মানুষের জন্য এই ট্রফি জয় করেছি। তবে এখানেই আমরা থেমে থাকতে চাই না। নতুন বছরেও সাফল্যের পথে ছুটতে চাই। নতুন নতুন মাইলফলক স্পর্শ করতে চাই।’ সাবিনা খাতুনরা দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্বের মুকুট উপহার দিয়েছেন। বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল দক্ষিণ এশিয়ায় সেরা হয়েছিল ২০০৩ সালে। এরপর বহু বছর পেরিয়ে গেলেও ছেলেরা আর দক্ষিণ এশিয়ার সেরা হতে পারেনি। সাফ চ্যাম্পিয়নশিপে এমনকি ফাইনালটাও খেলতে পারেনি বাংলাদেশের ছেলেরা। তবে মেয়েরা পেরেছে। গত সেপ্টেম্বরে সাফ জয় করার আগে সাবিনারা রানার্সআপ হয়েছিলেন ২০১৬ সালে। দক্ষিণ এশিয়ার সেরা দল হওয়ার পর এবার সাবিনাদের লক্ষ্য এশিয়ান লেভেলে উন্নীত হওয়া। সাবিনা খাতুন বলেন, ‘আমাদের সামনে এখন আরও বড় লক্ষ্য। এশিয়ান লেভেলে ভালো ফুটবল খেলতে চাই।’ এশিয়ান লেভেলে ভালো দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করা খুবই সম্ভব বলে মনে করেন সাবিনা। এজন্য প্রয়োজন কঠোর অনুশীলন আর পর্যাপ্ত সুযোগ-সুবিধা। এরই মধ্যে নারী ফুটবল দলের সুযোগ-সুবিধা অনেক বেড়েছে। বসুন্ধরা কিংসের নারী ফুটবলাররা উপযুক্ত সম্মান পাচ্ছেন। দুদিন আগে বসুন্ধরা কিংস নারী লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নারী লিগে বসুন্ধরা কিংসের এই জয়যাত্রাও ধরে রাখতে চান সাবিনা খাতুন। বাংলাদেশের ফুটবলে আশার আলো জ্বেলেছেন নারী ফুটবলাররা। একের পর এক সফলতা এনে দিচ্ছেন তারা। পুরনো বছরের মতোই নতুন বছরেও সাফল্য এনে দিতে চান সাবিনা খাতুনরা। বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোঁটাতে চান তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর