রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শেষ বিদায়ের প্রস্তুতি পেলের

ক্রীড়া ডেস্ক

শেষ বিদায়ের প্রস্তুতি পেলের

ব্রাজিলিয়ান কিংবদন্তি ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরপাড়ে পাড়ি জমিয়েছেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কিংবদন্তিকে   হারানোর শোকে কাঁদছে পৃথিবী। শোক প্রকাশ করছেন সাবেক ও বর্তমান তারকা ক্রীড়াবিদরা। ব্রাজিল তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। পাশাপাশি ব্রাজিলে চলছে ফুটবলের রাজাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতিও।

সান্তোস এফসির হোম গ্রাউন্ড ভিলা বেলমিরো স্টেডিয়াম। এই মাঠেই পেলে খেলেছেন। জয় করেছেন অনেক ম্যাচ। গোল করেছেন এই মাঠে। তার লাখ লাখ সমর্থক এই মাঠেই তাকে খেলতে দেখে আবেগে আপ্লুত হয়েছেন। সাও পাওলো শহরের ঠিক বাইরে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হোম গ্রাউন্ডেই হবে পেলের শেষ যাত্রা। এই মাঠেই ভক্তরা শেষবারের মতো দেখবেন প্রিয় তারকাকে। কিংবদন্তিকে। সোমবার ও মঙ্গলবার পেলেকে শেষ দেখা দেখবেন ভক্তরা। সান্তোস ছিল পেলের ক্লাব। এই ক্লাবে তিনি খেলেছেন এক দশকেরও বেশি সময়। এই ক্লাবের জার্সিতে জয় করেছেন অনেক ট্রফি। পেলের শেষকৃত্য সম্পাদন করার দায়িত্বটা সান্তোসই পালন করবে। সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে পেলের শেষ বিদায়ের অনুষ্ঠান। ঠিক ২৪ ঘণ্টা সান্তোসের সবুজ মাঠে থাকবে পেলের দেহ। পরের দিন সকাল ১০টায় শেষ হবে এই অনুষ্ঠান। এরপর পেলের মায়ের বাড়িতে নিয়ে যাওয়া হবে কফিন। পেলের শতবর্ষী মা এখনো বেঁচে আছেন। তবে তিনিও বেশি অসুস্থ। সান্তোসের মেমোরিয়াল নিক্রোপোল একুমেনিকা কবরস্থানে দাফন করা হবে পেলের দেহ। পেলেকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি চলছে সবার মধ্যেই। সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা যাবেন ব্রাজিলিয়ান কিংবদন্তির শেষকৃত্যে। এছাড়াও অন্যান্য খেলার জগতের তারকারাও থাকবেন।

সর্বশেষ খবর