বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বিএনপির পদযাত্রা

এটা আওয়ামী লীগের পতনযাত্রা : আব্বাস

নিজস্ব প্রতিবেদক

এটা আওয়ামী লীগের পতনযাত্রা : আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের ভিত নড়বড়ে হয়ে যাবে। বিএনপির এই পদযাত্রা আওয়ামী লীগের পতনযাত্রা। এখন শুধু সময়ের অপেক্ষায়। তিনি বলেন, আওয়ামী লীগ কিন্তু পায়ের আওয়াজ পেয়ে গেছে। ওই যে আসছে, ওই যে আসছে। গতকাল বিকালে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণ পদযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এর মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির চার দিনের পদযাত্রা কর্মসূচি পালিত হলো। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্যসচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় এ সমাবেশে মির্জা আব্বাস আরও বলেন, আমরা চিৎকার করলেও আওয়ামী লীগ ভয় পায়। আবার আমরা চুপ থাকলেও আওয়ামী লীগ ভয় পায়। কারণ তারা টের পেয়ে গেছে, বেশি দিন আর ক্ষমতায় নেই। তাই এ মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। তিনি বলেন, তারা আমাদের বলে বিএনপি জামায়াত। আমি তাদের বলি আওয়ামী জামায়াত। আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী মিলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল। তারা বলেছিল এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন সারা জীবনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই। সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, এ সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চাইবে না। কারণ, তারা (আওয়ামী লীগ) জানে তাদের সিংহভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। শুধু তাই নয়, তাদের সব অপকর্মের বিচার হবে। কিন্তু এ সরকার যতই টালবাহানা করুক না কেন বিদায় তাদের নিতেই হবে, জনতা জেগে উঠেছে। পদযাত্রায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলের যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ডা. রফিকুল ইসলাম, নবী উল্লাহ নবী, কাজী আবুল বাশার, সাইফুল আলম নিরব, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, সুমন ভূইয়া, বদরুল আলম সবুজ প্রমুখ ।

সর্বশেষ খবর