বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঢাকা আসছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকা আসছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে ৭ মার্চ ঢাকা আসছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড কাসাউবোন। তার এ সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে। একই সঙ্গে ২০২৩ সালে ঢাকায় দূতাবাস খোলার আগ্রহ দেখিয়েছে দেশটি। তার সফরসঙ্গী হিসেবে দেশটির উচ্চ-পর্যায়ের একটি প্রতিনিধি দল থাকছে। মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেডেরিকো সালাস লোফতে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সফরের এ প্রস্তাব দিলে তিনি স্বাগত জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও এই আস্থাভাজন দেশগুলোর মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন দিগন্তের সূচনা হবে। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসায়ী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সফর এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে।

সর্বশেষ খবর