শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রাজনৈতিক ঐক্য না হওয়ায় সংকট রয়ে গেছে : সিইসি

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক ঐক্য না হওয়ায় সংকট রয়ে গেছে : সিইসি

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে এখনো রাজনৈতিক ঐকমত্য না হওয়ায় সংকট রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হলেই সংকটের শঙ্কা তিরোহিত হবে বলে উল্লেখ করেন তিনি। গতকাল বিকালে নির্বাচন ভবন মিলনায়তনে ভোটার দিবসের আলোচনা সভায় এ কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা কিন্তু একটা সংকটে আছি। কারণ আমরা এখনো রাজনৈতিক অঙ্গনে পুরোপুরি ঐকমত্য দেখতে পাচ্ছি না। এ ঐকমত্যটা খুব বেশি প্রয়োজন। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা এখনো আস্থাভাজন হয়ে ওঠেনি। নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে আস্থা ফিরিয়ে আনা। ইসি যেহেতু নির্বাচন আয়োজন করবে, সেক্ষেত্রে ভোটার এডুকেশনটাও জরুরি। সামনে সংসদ নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তার সঙ্গে যদি ভোটার এডুকেশন সংযুক্ত করতে পারি- তাহলে ভোটার উপস্থিতি বাড়বে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই আমরা। এক্ষেত্রে সবার সহযোগিতাও চাই। কমিশনার রাশেদা সুলতানা বলেন, সবার আস্থা অর্জনে কমিশন কাজ করে যাচ্ছে। কমিশনার মো. আলমগীর বলেন, ভোটার যারা হয়েছেন তারা যোগ্য জনে ভোট দেবেন এটাই আমাদের প্রত্যাশা। আরও বক্তব্য দেন কমিশনার মো. আনিছুর রহমান, কমিশন সচিব মো. জাহাংগীর আলম, এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর। অনুষ্ঠানে তিনজনকে জাতীয় নির্বাচন পদক দেওয়া হয়। তারা হলেন- ইসির যুগ্ম সচিব শাহেদুন্নবী চৌধুরী, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বগুড়ার কাহালু উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি। এর আগে সকালে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোকে আমরা বারবার আবেদন জানাচ্ছি আপনারা আসুন, নির্বাচনে অংশ নিন। যদি মত-পার্থক্য থাকে, সেটা আপনারা নিরসন করুন। নির্বাচন কমিশন মুরুব্বিয়ানা করতে পারবে না। সকালে নির্বাচন ভবন থেকে র‌্যালি বের হয়ে আগারগাঁওয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাচন ভবনের সামনে শেষ হয়।

সর্বশেষ খবর