শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ত্রিপুরা-নাগাল্যান্ডে সরকার বিজেপির মেঘালয়ে ঝুলন্ত

কলকাতা প্রতিনিধি

ভারতের ত্রিপুরায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। গত ১৬ ফেব্রুয়ারি এ রাজ্যটির ৬০টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হয়। গতকাল ভোট গণনা করা হয়। এ রাজ্যে সরকার গড়তে দরকার ৩১টি আসন। বিজেপি ও শরিক দল ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি) জোট প্রয়োজনীয় সংখ্যক (৩৩) আসন পেয়েছে। এ ছাড়া বামফ্রন্ট ১১, কংগ্রেস ৩ ও প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ১৩ আসনে জয় পেয়েছে টিপ্রা মোথা। তবে তৃণমূল কংগ্রেস এখানে আশানুরূপ ফল করতে পারেনি। এই নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, ত্রিপুরার সিপিআইএম সাধারণ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তবে পরাজিত হয়েছেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা। এদিকে মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনেও ভোট গণনা করা হয় গতকাল। ২৭ ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট গ্রহণ করা হয়। এ দুটি রাজ্যেও সরকার গড়তে দরকার ৩১টি করে আসনে জয়।

নাগাল্যান্ডে ‘ন্যাশনাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি) ও বিজেপি জোট সরকার ৩৬ আসনে জয় পেয়ে ফের সরকার গঠন করতে চলেছে। নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) ২, এনসিপি ৭ ও অন্যরা ১৫ আসনে জয় পেয়েছে। তবে মেঘালয়ে কোনো রাজনৈতিক দলই সরকার গঠনের একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই রাজ্যটিতে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বাধীন ‘ন্যাশনাল পিপল পার্টি’ (এনপিপি) ২৫ আসনে জয় পেয়েছে। ইউডিপি ১১, তৃণমূল ৫ ও অন্যরা জয় পেয়েছে ১১ আসনে। কংগ্রেস ৫ এবং বিজেপি ৩ আসনে জয় পেয়েছে। সে ক্ষেত্রে সরকার গঠনে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভা আসনে উপনির্বাচনে জয়ী হয়েছে সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাস। ২২ হাজারের বেশি ভোটে তিনি জয়লাভ করেন। এই জয়ের ফলে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রথম খাতা খুলল কংগ্রেস। অর্থাৎ প্রথম বিধায়ক পেল কংগ্রেস। গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শতাব্দী প্রাচীন কংগ্রেস একটি আসনেও জয় পায়নি। এদিকে ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন নিয়ে গতকাল রাজ্য সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কোনো দলের সঙ্গে জোট করে লড়বে না।

সর্বশেষ খবর