ঘূর্ণিঝড় মোখার তান্ডবে ক্ষতবিক্ষত হয়েছে সেন্টমার্টিন। বঙ্গোপসাগরের বক্ষে থাকা এই প্রবাল দ্বীপের গাছপালা ও বাড়িঘরের বেশ ক্ষতি হয়েছে; উড়ে গেছে ঘরবাড়ির চালা, উপড়ে গেছে গাছগাছালি। গাছচাপায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া উপকূলীয় কয়েকটি এলাকার ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো উপড়ে পড়েছে। সেন্টামার্টিন ছাড়াও কক্সবাজার ও চট্টগ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে।…