সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নতুন সরকারের নতুন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

ইংরেজি নববর্ষের আজ প্রথম দিন। কালের গহ্বরে হারিয়ে গেল আরও একটি বছর। গেল বছর ছিল বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি ও রাজনীতির জন্য কঠিনতম সময়। এবার হবে চ্যালেঞ্জের। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের পর গঠন করা হবে নতুন সরকার। এবার সরকারকে মোকাবিলা করতে হবে অর্থনীতি ও রাজনীতির অনেক চ্যালেঞ্জ। বিশ্ব অর্থনীতির মন্দা সময়ের বাইরে বাংলাদেশ নয়। এর মধ্যে বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতিকে টিকিয়ে রাখা। পাশাপাশি বহির্বিশ্বের অনেক ধরনের চাপ করতে হবে মোকাবিলা। উচ্চ ডলারের মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে ধরে রাখতে হবে ব্যবসা-বাণিজ্য। রেমিট্যান্সের গতি ক্ষতিগ্রস্ত হলে তার পুরো চাপ পড়বে সরকারের ওপর। অভ্যন্তরীণ রাজনীতিরও চাপ রয়েছে।

সর্বশেষ খবর