সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মূল্যস্ফীতি কমিয়ে আনা জরুরি

---- ড. আতিউর রহমান

মূল্যস্ফীতি কমিয়ে আনা জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, নতুন বছরে অর্থনীতির বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি। এ মূল্যস্ফীতি আমাদের দরিদ্র, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের শত্রু। এখনো আমাদের মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে। যেমন করেই হোক মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। তবে মূল্যস্ফীতি কমানোর একটাই উপায় আছে। তা হলো, নীতিসুদহার ব্যবহার করে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করা। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. আতিউর রহমান বলেন, টাকার দাম কমে যাওয়ার কারণেও মূল্যস্ফীতি বেড়েছে। হঠাৎ ডলারের পাশাপাশি আমাদের টাকার দাম কমে গেছে। কারণ যে পরিমাণ রপ্তানি আয় এসেছে, তা দিয়ে আমদানি ব্যয় মেটানো যাচ্ছে না। রিজার্ভ থেকে ডলার নিয়ে আমদানি ব্যয়ের ঘাটতি পূরণ করা হচ্ছে। ফলে ডলারের ওপর চাপ পড়তে শুরু করল এবং যুক্তরাষ্ট্র সুদহার বাড়িয়ে দিল। এতে আমাদের মতো দেশগুলো থেকে ডলার বের হওয়ার ফলে আরও শক্তিশালী হলো ডলার। এতে টাকার দাম প্রায় ৩০ শতাংশ কমে গেছে। তিনি আরও বলেন, আরেকটা বিষয় হচ্ছে যেমন করেই হোক ডলার ও টাকার বিনিময় হার বাজারের আরেকটু কাছাকাছি নিয়ে যেতে হবে। বাজারের কাছাকাছি নিয়ে যাওয়ার পাশাপাশি বিনিময় হার স্থিতিশীল রাখার উদ্যোগ নিতে হবে। বিদেশ থেকে অনেকেই এখন ডলার পাঠাতে চায় না। তারা মনে করে আগামীকাল দাম আরও বাড়বে। দাম স্থিতিশীল হলে তারা একটা ভরসা পাবে যে, এ রেটেই পাঠাতে হবে, আর কোনো বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, আমাদের ব্যাংকিং খাত সংস্কারের মাধ্যমে আরও শক্তিশালী ও দক্ষ করতে হবে। দারিদ্র্য বিমোচনের জন্য কৃষি ও শিল্পের ওপর জোর দিতে হবে। আগামীতে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হবে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল করা। আমি আশা করব যারা নতুন সরকার গঠন করবেন তারা এসব বিষয়ে বড় ধরনের সংস্কারের রূপরেখা দেবেন।

সর্বশেষ খবর