সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এগিয়ে যাওয়ার অনেক চ্যালেঞ্জ আছে

---- ড. সালেহউদ্দিন আহমেদ

এগিয়ে যাওয়ার অনেক চ্যালেঞ্জ আছে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের বর্তমান অবস্থায় অর্থনীতির যে অগ্রগতি, তা মোটামুটি সন্তোষজনক। কিন্তু সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জ আমাদের আছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, বহির্বিশ্বে এবং অভ্যন্তরীণ নানা রকম টানাপোড়েনের কারণে আমাদের কিছু শঙ্কাও রয়ে গেছে। আমাদের যে বর্তমান অবস্থা, এর পেছনে অভ্যন্তরীণ সমস্যা যেমন আছে, বহির্বিশ্বের কিছু সমস্যাও আছে। দেশের ভিতরে আমাদের মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি, রিজার্ভ কমে যাওয়া, টাকা পাচার, দুর্নীতি এগুলো। তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে নানা রকম সমস্যা আছে। আর বাইরের চ্যালেঞ্জের মধ্যে একটা হলো কভিড-১৯। এর ফলে প্রায় দুই বছর পৃথিবীর সব দেশের অর্থনীতি মন্থর ছিল, আমাদের দেশের অর্থনীতিও অনেক মন্থর হয়ে গিয়েছিল। তারপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখন আবার মধ্যপ্রাচ্যে গাজা ইস্যুতে অস্থিরতা, এর কিছুটা প্রভাব আমাদের দেশে পড়ছে। তিনি আরও বলেন, তবে প্রথমে বলে রাখা ভালো, আমাদের অভ্যন্তরীণ চ্যালেঞ্জটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বের চ্যালেঞ্জটা হয়তো নানাভাবে মোকাবিলা করতে হবে, কিন্তু তার জন্য অর্থনীতি আটকে থাকবে না। ভিতরের চ্যালেঞ্জগুলো যদি মোকাবিলা না করতে পারি, তাহলে আমাদের এগিয়ে যাওয়া কঠিন হবে।

সর্বশেষ খবর