শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

তারকা কোচ জাভিকে বরখাস্ত করল বার্সা

ক্রীড়া ডেস্ক

তারকা কোচ জাভিকে বরখাস্ত করল বার্সা

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ কয়েক মাস আগে নিজ থেকেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার অনুরোধে মত বদলান তিনি। ক্লাবে থেকে যাওয়ার ঘোষণাও দেন। তবে জাভির মত বদলানোতে কাজ হলো না।

বার্সেলোনা তাকে বরখাস্ত করল। গতকাল ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, ‘বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা জাভি হার্নান্দেজকে জানিয়েছেন, ২০২৪-২৫ মৌসুমে তিনি মূল দলের কোচ থাকছেন না।’ জাভি হার্নান্দেজের স্থানে যোগ দিচ্ছেন সাবেক বায়ার্ন মিউনিখ ও জার্মানি কোচ হ্যান্স ফ্লিক। জাভি হার্নান্দেজ ২০২১ সালের নভেম্বরে কোচ হিসেবে যোগ দেন বার্সেলোনায়। এরপর তিনি ২০২২-২৩ মৌসুমে লা লিগা জয় করেন। একই মৌসুমে জয় করেন স্প্যানিশ সুপার কাপও। এসবের জন্য ক্লাবের পক্ষ থেকে জাভির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিবৃতিতে বার্সেলোনা জানায়, ‘কোচ হিসেবে তিনি যা করেছেন, সেই সঙ্গে খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে এখানে তার অসাধারণ ক্যারিয়ারের জন্য বার্সেলোনা তাকে ধন্যবাদ জানাতে চায়।’ সেভিয়ার বিপক্ষে রবিবার শেষবারের মতো দলকে কোচিং করাবেন জাভি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর