সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

সরকারের হাত থেকে বাঁচা অসম্ভব

নিজস্ব প্রতিবেদক

সরকারের হাত থেকে বাঁচা অসম্ভব

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষকে সচেতন না করা গেলে আওয়ামী লীগ সরকারের হাত থেকে বাঁচানো সম্ভব নয়। মানুষকে যদি সচেতন করতে না পারি, তারা নিজে থেকে সচেতন না হয় তাহলে সরকারের হাত থেকে বাঁচা অসম্ভব। গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বেগম খালেদা জিয়া : হার লাইফ হার স্টোরি’ বইয়ের বাংলা সংস্করণ ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’-এর প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ইংরেজি গ্রন্থটির বাংলায় অনুবাদ করেন শাহরিয়ার সুলতান।

অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক দিলারা চৌধুরী, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, কবি আবদুল হাই শিকদার প্রমুখ। মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কোনো অস্তিত্ব টিকিয়ে রাখতে দেবে না। যাকে নিয়ে এ বই তিনি (খালেদা জিয়া) বেঁচে থেকেও আজ আমাদের মাঝে নেই। তাঁকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। একজন মানুষকে জেনে-শুনে কীভাবে হত্যার দিকে নেওয়া হচ্ছে, তা ইতিহাস হয়ে থাকবে।

সর্বশেষ খবর