কোটা আন্দোলনে নিহতের ঘটনাকে গণহত্যা উল্লেখ করে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মাহবুব উদ্দিন খোকন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি। ব্যারিস্টার খোকন আরও বলেন, সরকার বলেছিল কোটা আন্দোলনকারীদের কিছু করা হবে না। অথচ ডিবি তাদের তুলে নিয়ে যাচ্ছে। ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে। এটি সরকারের দ্বিমুখী নীতি।
তিনি বলেন, যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের রাজনৈতিক বিরোধিতার জেরেই ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে। এ সময় তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সমালোচনা করেন। কমিশনকে সরকারের আজ্ঞাবহ দাবি করে এর বিলুপ্তি চান তিনি।