জাতিসংঘে বাংলাদেশের উপ-মুখপাত্র ফারহান হক বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গতকাল জাতিসংঘ সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফারহান হক বলেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং একটি অন্তর্বর্তী সরকার গঠনসহ বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
জাতিসংঘ সব পক্ষকে শান্ত ও সংযমে থাকার জন্য অনুরোধ করছে। একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপরও জোর দিয়েছে জাতিসংঘ। এ ছাড়া শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকারকে সম্মান করার জন্য সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।