ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ঋণসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক করা হবে। বিষয়গুলো নিয়ে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। মাহবুবুল আলম বলেন, সার্বিক সমস্যা নিয়ে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে আমদানি-রপ্তানি, ডলার সংকট, ঋণের কিস্তি পরিশোধে কী কী করা যায়, সেসব বিষয়ে আলোচনা করা হবে। আমরা সব সময় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করে আসছি। আজ গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যবসায়ীদের ঋণ-সংক্রান্ত বিষয়টি নিয়েও আলোচনা করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার। আশা করছি দেশের স্বার্থে তিনি আমাদের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেবেন।