বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই চিঠিতে তিনি দক্ষিণ এশিয়ার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন। গতকাল প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। চিঠিতে শাহবাজ সামনের দিনগুলোতে দুই দেশের সঙ্গে সম্পৃক্ত সব বিষয় বোঝাপড়া ও সমঝোতার মাধ্যমে সমাধান করার আগ্রহ দেখান। ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশ এবং দক্ষিণ এশিয়ায় অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত মূল্য দেয় বলেও জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই, যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারবে। আগামী দিনগুলোতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন বলেও উল্লেখ করেন শাহবাজ।