বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভোট ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক ধারায়, সংবিধান অনুযায়ী জাতিকে নির্বাচনের মুখোমুখি করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচারের ফরমায়েশি সব মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবি’তে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, প্রিন্সিপাল শাহ মো. নেছারুল হক, সংগঠনের সদস্যসচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয় প্রমুখ।
শামসুজ্জামান দুদু আরও বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে এ অর্ন্তবর্তী সরকার। তাই আমরা তাদের অভিনন্দন জানিয়েছি। কিন্তু বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মহাসচিবসহ বিএনপি ও বিরোধী দলের ৬০ লাখ নেতা-কর্মীর নামে আড়াই লাখ মামলা রয়েছে। এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। অনেকেই জেলে আছেন, যাবজ্জীবন ফাঁসির আসামি হয়ে জেলে আছেন। তারা এখনো মুক্তি পাননি। এদের মুক্তি যতক্ষণ না হবে, মামলা যতক্ষণ না প্রত্যাহার হবে, ধরে নিতে হবে এ সরকার বড় দাগের কোনো কাজ এখনো সম্পন্ন করতে পারেনি। তিনি আরও বলেন, এ সরকার আমাদের সরকার, ছাত্র-জনতার সরকার, এ সরকার থাকা অবস্থায় যদি গণতন্ত্রকামী মানুষ কষ্টে থাকে, নির্যাতনে থাকে তাহলে ভালো সংবাদ বয়ে আনে না। কারণ এ সরকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তাই মেহনতি মানুষের, সাধারণ মানুষের, রিকশাচালকের ভোটের অধিকারটা ফিরিয়ে দিন। তারা যেন ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এ অধিকারটা দিন। এ ছাড়া তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু, সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য দেন।